popcash

প্রযুক্তি

প্রযুক্তি প্রতিদিন

যা ভালো তাই শুধু থাকবে। যা মন্দ তা ফেলে দেয়া হবে । কম্পিউটারের রিসাইকেল বিনে যেমন অপ্রয়োজনীয় তথ্যাদি ফেলে দেয়ার রীতি আছে, তেমনি মানুষের মস্তিষ্ক থেকেও অপ্রয়োজনীয় স্মৃতি সরিয়ে ফেলার উপায় বেরিয়ে গেছে। বেদনাদায়ক, দুঃসহ স্মৃতি মুছে ফেলার ড্রাগ আবিষ্কার করেছেন একদল বিজ্ঞানী। তবে এখনো তা পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে আছে। আরো পরীক্ষা চালানো হবে। এরপর হয়তো কোনো এক সময় মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়া হবে এ ড্রাগের ব্যবহার।  তবে শুরম্নতেই এ ধরনের ড্রাগের সম্ভাব্য ব্যবহার নিয়ে শুরু হয়ে গেছে হৈচৈ। ব্রিটিশ বিজ্ঞানীরা এ ধরনের ড্রাগ ব্যবহারের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে সুখ, দুঃখ, বেদনা নিয়েই একজন সম্পূর্ণ মানুষ। বেদনার স্মৃতি লুপ্ত করে দিলে মানুষের পরিচয় নিয়েই সমস্যা দেখা দিতে পারে বলে তাদের ধারণা। তারা সতর্ক করে দিয়ে বলেন, মানুষের মানসিক অবস্থার ক্ষেত্রে এ ড্রাগের ব্যবহার বিপর্যয় ডেকে আনতে পারে।
লন্ডনের সেন্ট জর্জেস বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞান সম্পর্কিত নৈতিকতা বিষয়ের প্রভাষক ডক্টর ডেনিয়েল সোকোল বলেন,
স্মৃতি অপসারণ কিন্তু আবর্জনা পরিষ্কার করার মতো সহজ সাধারণ ব্যাপার নয়। এটা আমাদের পরিচয়ই ভুলিয়ে দিতে পারে। প্রতিটি স্মৃতির সঙ্গেই অনেকে কিছু জড়িত থাকে। সেই স্মৃতিটি হারিয়ে ফেলার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ওই লোকগুলোকেও হারিয়ে ফেলবো। এ পদ্ধতি হয়তো ব্যক্তিগতভাবে কারো কারো জন্য উপকারী হতেও পারে। তবে এটার ব্যবহার নিশ্চিত করার আগে সমাজ এবং আমাদের মানবিক অনুভূতির ওপর এটা কি ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে তা বুঝে নিতে হবে।
এদিকে ডাচ গবেষকরা দাবি করেছেন,'বেটা বস্নকার' ড্রাগ ব্যবহার করে তারা বেদনাদায়ক স্মৃতি মুছে ফেলতে সক্ষম হয়েছেন। সাধারণত এ ড্রাগটি হৃদরোগীদের বেদনা উপশমে ব্যবহার করা হয়। প্রথমে পশুদের ওপর এ ড্রাগটির কার্যক্ষমতা পরীক্ষা করে দেখা যায়, এটি মগজের ভয়াবহ ও দুঃখজনক স্মৃতি নির্মাণ ও পুনর্নির্মাণ প্রক্রিয়ার ওপর প্রভাব ফেলতে পারে।
সর্বশেষ পরীক্ষাটি চালানো হয় ৬০ জন নারী ও পুরুষের ওপর। আর্মস্টারডাম বিশ্ববিদ্যালয়ের ডক্টর মেরেল কাইন্ড ও তার একদল সহযোগী এ পরীক্ষা চালান। প্রথমে ৬০ জনের সামনে একটি মাকড়সাকে বৈদ্যুতিক শক দেয়া হয়। শকে কেঁপে ওঠা মাকড়সা ঢুকে যায় সবার মাথায়। এরপর ৬০ জনকে দুইভাগে ভাগ করে একদলের ওপর বেটা বস্নকার প্রয়োগ করা হয়। আরেক দলকে দেয়া হয় অকার্যকর একটি করে পিল। পরদিন দেখা যায় বেটা বস্নকার যাদের ওপর প্রয়োগ করা হয়েছে তারা মাকড়সা দেখেও অতোটা চমকে উঠছেন না যতোটা উঠছেন অন্য গ্রম্নপের লোকজন। তবে এ ধরনের পিল নিয়ে সমস্যা রয়েছে আরো।

পরের পেজে জেতে  ক্লিক করুন 

No comments:

Post a Comment